বিতর্ক প্রতিযোগিতা দশরথ দেব মেমোরিয়াল কলেজে

khগোপাল সিং, খোয়াই, ০৭ জানুয়ারী ৷৷ খোয়াই জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে শনিবার অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘মানবাধিকার পুলিশের স্বাভাবিক কাজকর্মের বাধা স্বরূপ’। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের রাজ্য সভাপতি পুরুষত্বমা রায়বর্মন, আইনজীবি চন্দন দাস, অধ্যাপিকা বর্নালী ভৌমিক। ছিলেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক শ্যামানন্দ শর্মা এবং অন্যান্য পুলিশ আধিকারিক সহ কলেজের অধক্ষ্য ডা: শংকর চক্রবর্তী। এছাড়াও কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাগনও উপস্থিত ছিলেন। হল ভর্ত্তি কলেজ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এদিনকার বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে এবং বিপক্ষে মোট ৮ জন ছাত্র-ছাত্রী তাদের আলোচনা উপস্থাপন করে। বিপক্ষে জোড়ালো যুক্তি উপস্থাপন করে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কলেজের কৃতী ছাত্র অরিন্দম সরকার। অনুষ্ঠানের শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে ৩রা জানুয়ারী থেকে পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয় খোয়াই জেলা পুলিশ। এর মধ্যে ছিল রক্তদান শিবির, প্রয়াস সভা, বসে আঁকো প্রতিযোগিতা, প্রবীন এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন এবং শেষ হল খোয়াই কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*