বিশ্বেশ্বর মজুমদার, শান্তির বাজার, ১৩ জানুয়ারী ৷৷ শান্তির বাজার মহকুমার বাইখোড়া থেকে মুহুরিপুর পর্যন্ত প্রায় বাড়িতে গড়ে উথেছে বিদ্যা ব্যবসার কেন্দ্র। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, বাইখোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয় কামাই করে অধিকাংশ বিজ্ঞান শিক্ষকরা এখন উপরি কামাইয়ে নেমেছেন। যার ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে। এই ব্যাপারে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি সরকার জানান, যারা বিদ্যালয় কামাই করে এই ধরনের বিদ্যা ব্যবসায় জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।