দেশের বহু থানাতেই নেই গাড়ি, টেলিফোন ও ওয়্যারলেস সেট

policeজাতীয় ডেস্ক ৷৷ দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা নিয়ে অভিযোগ নতুন নয়। কিন্তু পুলিশ বাহিনীর সঙ্গিন অবস্থা লোকচক্ষুর আড়ালেই থেকে যায়। অনেক সময়ই কর্তব্য পালনের জন্য ন্যূনতম পরিকাঠামো ছাড়াই পুলিশ কর্মীদের কাজ করতে হয়। বহু থানাতেই নেই গাড়ি, টেলিফোন ও ওয়্যারলেস। দেশে এমন ১৮৮ থানা রয়েছে যেখানে একটিও গাড়ি নেই। ৪০২ থানায় নেই টেলিফোন সংযোগ, ১৩৪ থানায় নেই ওয়্যারলেস সেট। ৬৫ থানাতে তো টেলিফোন বা ওয়্যারলেস সেট-কোনওটিই নেই। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট (বিপিআরঅ্যান্ডডি)-র তৈরি তথ্যে অনুসারে এ কথা জানা গিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে ৪৩ টি থানায় টেলিফোন বা ওয়্যারলেস সেট-কোনওটিই নেই। দেশের যে কোনও রাজ্যের তুলনায় মণিপুরে এ ধরনের থানার সংখ্যা সবচেয়ে বেশি। ছত্তিশগঢ়ের ১৬১ থানায় নেই কোনও গাড়ি। মধ্যপ্রদেশের ১১১ টি থানায় টেলিফোন লাইন নেই। মেঘালয় ও মণিপুরে এ ধরনের থানার সংখ্যা ৬৭ টি করে। উত্তরপ্রদেশের ৫১ টি থানায় টেলিফোন লাইন নেই এবং ১৭ টি থানায় নেই ওয়্যারলেস। দেশে যত থানা রয়েছে সেগুলির মধ্যে ১০,০১৪ থানা গ্রামীন এলাকায়, ৫,০২৫ টি শহর এলাকায়। এছাড়াও রয়েছে রেলওয়ে পুলিশ স্টেশন। বিপিআরঅ্যান্ডডি-র তথ্য অনুসারে, জাতীয় পর্যায়ে প্রতি ১০০ পুলিশ কর্মীর জন্য গাড়ির সংখ্যা ১০.১৩। মোট গাড়ির সংখ্যা ১,৭৫,৩৫৮। মহারাষ্ট্রে রয়েছে সবচেয়ে বেশি গাড়ি (১৭,১৩১)। এরপর রয়েছে তামিলনাড়ু (১৫,৯২৬) ও উত্তরপ্রদেশ (১৩,৪৫২)। স্বরাষ্ট্রমন্ত্রক জঙ্গি উপদ্রুত মণিপুরের প্রত্যন্ত এলাকায় অপর্যাপ্ত পরিকাঠামো সহ থানা থাকার কথা স্বীকার করেছে। ছত্তিশগঢ় ও মহারাষ্ট্রে মাওবাদী অধ্যূষিত একালার থানাগুলিতে মাওবাদীরা প্রায়ই পুলিশের কাছ থেকে ওয়্যারলেস বা গাড়ি ছিনিয়ে নেয়। কিন্তু ফোন, গাড়ি ও ওয়্যারলেসের মতো পরিকাঠামো না থাকার এটা কোনও অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেছেন এক আধিকারিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*