প্রকাশ্য দিবালোকে দুস্কৃতীকারীর কবলে আক্রান্ত টমটম চালক

tom...khwগোপাল সিং, খোয়াই, ১৫ জানুয়ারী ৷৷ খোয়াইতে শনিবার বিকেলে এক টমটম চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে নাটক মঞ্চস্থ করা হয়। জনগনের মতে নাটকটির নাম – ‘শ্যাম রাখি না কুল’! অভিনয়ে অটো চালক এবং আংশিক প্রভাবশালীদের যৌথ উদ্যোগে পরিচালকের ভূমিকায় খোয়াই পুলিশ ও শ্রমিক সংগঠনের ২-১ জন। নাটকের প্রথম অংশে রবিবার সকালে খোয়াইয়ের সমস্ত টমটম চালকরা কাজ বন্ধ রেখে পায়ে হেঁটে শ্রমিক সংগঠন অফিসে যায় এবং উনাদের খোয়াই থানায় গিয়ে অভিযোগ জানাতে বলা হয়। দ্বিতীয় অংশের দ্বিতীয় দৃশ্যে সব টমটম চালকরা সুভাষপার্ক থেকে খোয়াই থানায় পায়ে হেঁটে যায় এবং উনারা জানায় খোয়াই থানাকে ১ ঘন্টা সময় দেওয়া হবে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। সেই মোতাবেক সব টমটম চালকরা খোয়াই থানার সামনে জড়ো হন। নাটকের তৃতীয় দৃশ্যে থানায় যাওয়ার পর থানার দারোগা বাবু মোবাইল ফোনে শ্রমিক নেতৃত্বদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন কি কিভাবে নাটকের বাকী অংশ পরিচালনা করবেন। টমটম চালকরা যখন থানায় প্রবেশ করে থানা বাবু জানতে চান আপনারা আগে কোন লিখিত অভিযোগ করেছেন কিনা ? টমটম চালকরা জানান – না, এখন করা হবে। থানা বাবু জানান – অভিযোগ না করেই আপনারা এতলোক থানায় কেন ? একথা শুনেই উনারা হকচকিয়ে যান এবং পরবর্তী সময় থানার পাশে শ্রমিক অফিসে অভিযোগ পত্র লেখনি নিয়ে বসেন। যা লিখতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়। ততক্ষনে রাগ অনেকটাই শিতল হয়ে পড়ে এবং একজন সিনিয়র নেতৃত্ব এসে থানার ভিতর থেকে সব টমটম চালকদের বের করে নিয়ে যায়।
এই ছিল নাটকের অংশ। তবে মুল ঘটনার বিবরনে থানায় দায়ের করা অভিযোগপত্র থেকে জানা যায়, পৌষ সংক্রান্তির দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিট নাগাদ তিন দুস্কৃতীকারীদের আক্রান্ত হয় টমটম চালক সুব্রত দেবনাথ, পিতা-সুকুমার দেবনাথ, বাড়ী অরবিন্দ পার্ক। তিন দুস্কৃতীর মধ্যে সবাইকে সনাক্ত করেছে আক্রান্ত চালক সুব্রত দেবনাথ। এরা হল (১) প্রদীপ দেবনাথ(ঠিকেদার), পিতা মৃত-হরিচরন দেবনাথ, বাড়ী-চরগণকী। (২) হারাধন দেবনাথ(বিদ্যুৎ কর্মী) ও (৩) বিজয় ঘোষ। এদের সবাই চরগণকী এলাকা নিবাসী। টমটম নিয়ে নৃপেন চক্রবর্তী এভিন্যু চত্বরে যাওয়া মাত্রই টমটম চালককে মারধর শুরু করে। এই তিন যুবক মিলে সুব্রত দেবনাথকে রাস্তায় ফেলে নাকে-মুখে-বুকে ও মাথায় কিল-ঘুষি মারতে শুরু করে। একসময় প্রচন্ড মারে অচৈতন্য হয়ে পড়ে টমটম চালক সুব্রত দেবনাথ। সেই সুযোগে তার গলার স্বর্ণের চেইন ও পকেটে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায় তিন দুস্কৃতীকারী। ঘটনার পর গুরুতর জখম টমটম চালকের চিকিৎসা চলে খোয়াই জেলা হাসপাতাল এবং পরে জিবি হাসপাতালে। রবিবার সকালে তার পরিবারের তরফে দুস্কৃতীকারীদের নাম-ধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খোয়াই থানায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*