নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ ৷৷ ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ১৩তম শিশু নাট্য উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে শিশু নাট্য উৎসব ‘জশনেবচপন’ এর উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, সংস্কৃতি ও খেলাধুলা ব্যাতীত কোনো শিক্ষার বৃত্ত-ই সম্পূর্ণ হতে পারে না। নাটক এমনই একটি বিষয়, যাতে সংস্কৃতির বিভিন্ন উপকরণগুলি উপস্থিত থাকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামা ত্রিপুরার ক্যাম্প ডিরেক্টার বিজয় কুমার সিং সহ অন্যান্যরা।