দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ মার্চ ৷৷ মানসিক অবসাদের শিকার হয়ে একটা মানুষই জীবন শেষ করে দিলেন। বুধবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী আবাসে ব্যক্তিগত দেহরক্ষী বাদল সুর সকাল সাড়ে নটা নাগাদ নিজের সার্ভিস রিভলবারের গুলীতে আত্মহননের চেষ্টা করেন। গুলীর শব্দ শুনে ছুটে যান সহকর্মীরা। গুলিবিদ্ধ রক্তাক্ত বাদল সুরকে তখুনই জিবি হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে পরাজিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাদল সুর। এই আত্মহননের ঘটনার পেছনে তিন মাস আগে স্ত্রী মৃত্যুই সন্দেহ পরিবারের। প্র্যাত বাদল সুরের এক ছেলে স্বভাবতই মাকে এবং বাবাকে হারিয়ে একাকী হয়ে গেছেন। জানা গেছে, ১৯৯২ সাল থেকে বাদল সুর শিক্ষামন্ত্রীর দেহরক্ষী হিসেবে কাজ করছেন। আত্মহননের এই ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়ে পরে।