ভারতের বাজারে ছেয়ে গেছে চিন থেকে আসা প্লাস্টিকের ডিম ও সবজি

eggজাতীয় ডেস্ক ৷৷ প্লাস্টিকের ডিম নিয়ে বিতর্ক ফের উস্কে দিল একটি জনস্বার্থ মামলা। দিল্লি হাইকোর্টে দায়ের করা ওই মামলায় দাবি করা হয়েছে, চিন থেকে ভারতে প্রচুর পরিমাণে প্লাস্টিকের ডিম ও সবজি আমদানি করা হচ্ছে। দোকান-বাজারে হানা দিয়ে ওই ডিম ও সবজি বাজেয়াপ্ত করা হোক। সমাজকর্মী চাঁদ জৈন এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর আইনজীবী সুগ্রীবা দুবে বলেছেন, দেশের প্রধান শহরগুলিতে চিন থেকে আমদানি করা এই প্লাস্টিকের ডিম ও সবজি প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে। সরকারের উচিত এই ধরনের পণ্যগুলি পরীক্ষা করা। দিল্লি হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি অনু মালহোত্রর বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীকে বলেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত জেনে আদালতকে সেটা জানাতে হবে। ১৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*