নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল ৷৷ উদয়পুর থেকে সাব্রুম পর্যন্ত ৭০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। উদয়পুর থেকে গর্জি পর্যন্ত ৯.২ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গেছে, অপেক্ষা শুধু এই পথে যাত্রী ট্রেনের শুভ সূচনার। উদয়পুর থেকে গর্জি পর্যন্ত ৯.২ কিলোমিটার রেলপথ সংযোজনের উদ্দেশ্যে রাজ্যে আসছেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। জানা যায়, উত্তর-পূর্বাঞ্চলে বিভিন্ন কর্মসূচী নিয়ে ৫ মে তিন দিনের সফরে গৌহাটি আসছেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। আগামী ৭ মে রাজ্যে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু উদয়পুর থেকে গর্জি পর্যন্ত যাত্রী ট্রেনের শুভ সূচনা করবেন বলে জানা গেছে।