আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ আগরতলা বিমানবন্দরে ১৮টি সোনার বালা সহ আটক এক গৃহবধূ। শুক্রবার আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে বিমানবন্দরের ভিতর ১৮টি সোনার বালা সহ মহিলাকে আটক করে সি আই এস এফ। জানা যায়, ১৮টি সোনার বালার ওজন ১ কেজি ৩৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ্য টাকা। সি আই এস এফ জানায়, ধৃত মহিলার নাম মনিদীপা রায় চৌধুরী। জানা যায়, পশ্চিম গোকুলনগর নান্টু চৌধুরীর স্ত্রী মনিদীপা।