আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ নরসিংগড়স্থিত ব্লাইন্ড স্কুলের হোস্টেলে এক প্রতিবন্ধী কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। জানা যায়, দৃষ্টিহীন এই কিশোরের নাম রাজীব শুক্ল দাস (১৭)। শুক্রবার সকালে ব্লাইন্ড স্কুলের হোস্টেলের বারান্দায় নবম শ্রেনীর ছাত্র রাজীবকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। জানা যায়, হোস্টেলের সুপারইন্টেন্ডেন্ট সুব্রত চৌধুরীর নামে বিভিন্ন অবহেলার অভিযোগ তুলে রাজীব একটি সুইসাইড নোট লিখে গেছে। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং ব্লাইন্ড স্কুলের হোস্টেল সুপারইন্টেন্ডেন্ট সুব্রত চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।