বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই ৷৷ বিলোনীয়া মহকুমার অন্তর্গত চোত্তাখলা কমিউনিটি হলে ৩৪-রাজনগর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভার পর চোত্তাখলা বাজারে বিজেপি’র এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাউ সি পি আই (এম) থেকে ১২ পরিবারের ৫৭ জন ভোটার এবং কংগ্রেস থেকে ২ পরিবারের ১২ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক, বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভিষন দাস, সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ, দক্ষিণ ত্রিপুরা যুব প্রভারি অরুণ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সুবল ভৌমিকের হাত ধরে চোত্তাখলায় নবনির্মিত বিজেপি অফিস কক্ষের উদ্বোধন করা হয়।