আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ আসন্ন ২০১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল সহ অন্যান্য বিরোধী দল গুলোর প্রচার অভিযান ক্রমেই গতি পাচ্ছে। সেই প্রচার অভিযানকে সামনে রেখেই বুধবার রাজ্যে এলেন অরুনাচলপ্রদেশের মূখ্যমন্ত্রী পেমা খান্ডু। রাজ্যের ক্ষমতাসীন সি পি আই (এম) সরকারের জনজাতি বিরোধী নীতির প্রতিবাদে রাজধানীতে জমায়েত করে বিজেপি। জনজাতি মোর্চা আয়োজিত এই জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অরুনাচলপ্রদেশের মূখ্যমন্ত্রী পেমা খান্ডু, এছাড়াও বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ জনজাতি মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে বিজেপি জনজাতি র্যা লি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে জমায়েতস্থলে উপস্থিত হয়। তারপর এখানেই বক্তারা রাজ্য সরকারের জনজাতি বিরোধী নীতির প্রতিবাদে বক্তব্য রাখেন।