গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর ৷৷ সুন্দর পৃথিবীর জন্য যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গোটা রাজ্য সহ জেলা থেকে মহকুমাগুলিতেও জনগন সামিল হয়েছে যুদ্ধ বিরোধী মহা মিছিলে। শুক্রবার খোয়াই যুদ্ধবিরোধী মঞ্চের আহ্বানে খোয়াই জেলার শান্তিপ্রিয় মানুষ পথ হেঁটেছেন। খোয়াই কবু গুরু পার্ক থেকে সাদা পায়রা উড়িয়ে মহামিছিলের শুভ সূচনা করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। মিছিলটি খোয়াই সহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সুভাষ পার্ক এসে এক সমাবেশে মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, সাহিত্যিক প্রদীপ সরকার, পুর চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত।