নজরুল ছিলেন একজন বিখ্যাত উপন্যাসিক – মুখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মে ৷৷ নজরুল ছিলেন একজন বিখ্যাত উপন্যাসিক, কবি ও সঙ্গীতজ্ঞ। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেছিল। কিন্তু তাঁর মেধাশক্তির মাধ্যমে অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস রচনা করেছিলেন। আর্থিক সংকটের কারনে তাঁকে পড়াশুনা ছেরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে হয়। পরবর্তীতে তিনি আবার সাহিত্য করমে ফিরে আসেন। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিশিষ্ট নজরুল গবেষক পঙ্কজ মিত্র, বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত দেবনাথ, বিশিষ্ট শিল্পী ঝর্ণা দেব বর্মণ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত নজরুল সঙ্গীত প্রতিভা পুরস্কার বিতরণ করা হয় এই মঞ্চে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*