গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ দীর্ঘদিন যাবত খোয়াইয়ের আমপুরা প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসক ও এ্যাম্বুলেন্সের সংকট থাকার কারনে এলাকার লোকজন স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেসান দিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এই প্রাইমারী হেলথ সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। হেলথ সেন্টারের ভিতর কর্মরত কিছু কর্মীকে সেন্টারের ভিতরে রেখেই তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং, এস ডি এম বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। পরে সকলে মিলে এক বৈঠকের পর তালা মুক্ত করে এলাকাবাসী।আমপুরা প্রাইমারি হেলথ সেন্টারে তালা দিল ক্ষুব্ধ এলাকাবাসী
গোপাল সিং, খোয়াই, ১০ জুলাই ৷৷ দীর্ঘদিন যাবত খোয়াইয়ের আমপুরা প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসক ও এ্যাম্বুলেন্সের সংকট থাকার কারনে এলাকার লোকজন স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেসান দিয়েও কাজের কাজ কিছুই না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এই প্রাইমারী হেলথ সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। হেলথ সেন্টারের ভিতর কর্মরত কিছু কর্মীকে সেন্টারের ভিতরে রেখেই তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক রবীন্দ্র রিয়াং, এস ডি এম বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। পরে সকলে মিলে এক বৈঠকের পর তালা মুক্ত করে এলাকাবাসী।