গোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই ৷৷ রক্তদান জীবন দান – এই শ্লোগানকে সামনে রেখে রবিবার সকালে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিবেকানন্দ সেবা সাধনার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রনবানন্দ বিদ্যাভবনের অধ্যক্ষ স্বামী অসীমানন্দ মহারাজ, খোয়াই জেলা হাস্পাতালের মেডিক্যাল সুপার ডঃ ধনঞ্জয় রিয়াং, সমাজসেবী সাগর দেব প্রমুখ। এই অনুষ্ঠানে মোট ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।