দম্পত্তির রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য Posted on July 22, 2019 by santanu99 — No Comments ↓ আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ।। রাজধানীর আড়ালিয়া চাম্পামুরা এলাকায় এক দম্পত্তির রহস্য মৃত্যু। নিজ বাড়ির বারান্দায় ঝলন্ত দেহঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সোমবার সকালে। ঘটনাস্থলে পুলিশ। এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত করছে পুলিশ।