চন্দ্রযান-২-এর তোলা পৃথিবীর প্রথম তিনটি ছবি প্রকাশ করল ইসরো

FB_IMG_1564921949317তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ০৪ আগষ্ট ।। রবিবার টুইটারে চন্দ্রযান-২-এর তোলা পৃথিবীর প্রথম তিনটি ছবি প্রকাশ করল ইসরো। চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এই ছবিগুলি। ইসরো জানায়, চন্দ্রযান-২-তে থাকা এল আই ফোর ক্যামেরার সাহায্যে শনিবার তোলা হয়েছে পৃথিবীর ছবিগুলি। এই মূহুর্তে ২৭৭কিমি x ৮৯৪৭২কিমি কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২। সেই অবস্থান থেকেই তোলা হয়েছে ছবিগুলি। FB_IMG_1564921943134ছবিগুলিতে উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। এক পাশে নীল উত্তর প্রশান্ত মহাসাগর। আরেক দিকে গাল্ফ অফ মেক্সিকো। ২ অগস্ট চতূর্থ বার জ্বলে ওঠে চন্দ্রযান-২-এর ইঞ্জিন। প্রায় ৬৪৬ সেকেন্ড ধরে জ্বলতে থাকে প্রপালশান সিস্টেম। এর মাধ্যমেই কক্ষপথের পরিধি বৃদ্ধি করে চন্দ্রযান। ২২ জুলাই সফল উত্ক্ষেপনের পর মোট চার বার বাড়ানো হয়েছে চন্দ্রযান-২-এর কক্ষপথের পরিধি। এর পর আবার ৬ অগস্ট কক্ষপথের পরিধি বাড়াবে চন্দ্রযান-২। এভাবে কক্ষপথের পরিধি বাড়াতে বাড়াতে ১৪ অগস্ট ট্রান্স লুনার অরবিট বার্নের মাধ্যমে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-২। জানা যায়,  ৭ সেপ্টেম্বর রাত ২টো ৫৮ মিনিটে চাঁদে ল্যান্ড করবে বিক্রম। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং-এর নেমে আসবে বিক্রম। এর পরেই পারিপার্শ্বিক ভূপ্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। তথ্য সূত্রঃ ২৪ ঘন্টা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*