আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন ৷। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার রাজ্যে নতুন করে ৪৩ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এদিন রাজ্যের ১,২৫০ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১,২৫০ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ৪৩ জনের মধ্যে ২৬ জন বি এস এফ’র ৭৪ নম্বর ব্যাটেলিয়নের, ৬ জন বি এস এফ’র ১৬৪ নম্বর ব্যাটেলিয়নের, ৪ জন বি এস এফ’র ১২০ নম্বর ব্যাটেলিয়নের, ৩ জন বি এস এফ’র ৩৪ নম্বর ব্যাটেলিয়নের এবং ৪ জনের ট্রেভেল হিস্টরি রয়েছে। রাজ্যে এখন বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা জন ১,১৩৮ জন। রাজ্যে উদ্বেগ কিন্তু বেড়েই চলেছে।