বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুলাই ৷। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুপ্রেরণায় করোনা প্রতিরোধ অভিযানে আনারস ও লেবুর শরবত বিতরন করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা রাজ্যেই এই কর্মসূচী পালন করা হয়। রাজধানীর চন্দ্রপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি জানান, “মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান” এই উদ্যোগ যেমন জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এর সাথে সাথে রাজ্যের প্রায় ৩০০ স্থানীয় কৃষক এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। জুলাই মাস ব্যাপী প্রতি শনিবার ১২টা থেকে ৪টা পর্যন্ত নির্দিষ্ট স্টলে আনারস ও লেবুর জুস বিতরণ করা হবে।