রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মূখ্যমন্ত্রীর আহ্বানে আনারস ও লেবুর শরবত বিতরণ

106740939_2611330038968655_1176518802621985817_oবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ জুলাই ৷। রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুপ্রেরণায় করোনা প্রতিরোধ অভিযানে আনারস ও লেবুর শরবত বিতরন করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা রাজ্যেই এই কর্মসূচী পালন করা হয়। রাজধানীর চন্দ্রপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি জানান, “মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধক অভিযান” এই উদ্যোগ যেমন জনগণের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে। এর সাথে সাথে রাজ্যের প্রায় ৩০০ স্থানীয় কৃষক এই উদ্যোগের ফলে উপকৃত হবেন। জুলাই মাস ব্যাপী প্রতি শনিবার ১২টা থেকে ৪টা পর্যন্ত নির্দিষ্ট স্টলে আনারস ও লেবুর জুস বিতরণ করা হবে।
vlcsnap-error265এদিন শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে বাজারে আগত লোকজনদের বিনামূল্যে আনারস ও লেবুর শরবত বিতরন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযানের জন্য লোকজনদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ীয়ে তুলতে সব জায়গায় বিনামূল্যে আনারস ও লেবুর শরবত খাবানোর কথা ঘোষনা করেন। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে শনিবার থেকে পৌর পরিষদের উদ্যোগে বিনামূল্যে আনারস ও লেবুর রস বিতরনের কাজ শুরু হয়। ফিতা কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস। এই অনুষ্ঠানে উদ্ভোদকের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌর পরিষদের এডিশনাল সিও রুদ্র দ্বীপ নাথ, কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, এ পি এম সি কমিটির চেয়ারম্যান দুলাল দেবনাথ সহ পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলাররা। এই অনুষ্ঠানে শান্তিরবাজারের বিভিন্ন স্ব-সহায়ক দলের মহিলারা অংশ গ্রহন করেন। স্ব-সহায়ক দলের মহিলারা সকলকে আনারস ও লেবুর শরবত বিতরন করে। পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস জানান, সাপ্তাহে একদিন করে আগামী এক মাস যাবৎ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচী চলবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*