আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ৷। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ২৫ জন। শনিবার রাজ্যের ১,৪৫০ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১,৪৫০ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের লালারসের রিপোর্ট পজেটিভ আসে। তিনি জানান, এই ২৫ জনের মধ্যে ২ জন ধলাই, ৮ জন পশ্চিম ত্রিপুরা, ৪ জন উত্তর ত্রিপুরা, ৯ জন সিপাহিজলা, ১ জন খোয়াই ও ১ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা।
রাজ্যে এখনো পর্যন্ত মোট সংক্রমিত হয় ১,৫৫৮ জন।