উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যে নতুন করে আক্রান্ত হন ২৫৪ জন। রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৪৭ জন। সুস্থ হয়ে উঠে ১,৯২৬ জন। চিকিৎসাধীন রয়েছে ১,৩৯৯ জন। মৃত্যু হয় ৮ জনের।
The one & only exceptional Bengali Version online news & infotainment portal in Tripura.