আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷। ২৩শে জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের সকল জেলার বেশ কিছু জায়গায় অতি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১শে জুলাই থেকে ২৩শে জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।