আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট ৷। চাকুরীর দাবীতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশান প্রদান করলেন সরকারী এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে জড়ো হয়ে শতাধিক এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। এরপর এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক রাধারাণী দেববর্মার কাছে ডেপুটেশান প্রদান করেন। এসময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিকাশ দাস, বীণা দেববর্মা, পরিতোষ দাস প্রমুখ।
পরিতোষ দাস জানান, বর্তমানে রাজ্যে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের জন্য ৭০১টি শূন্যপদ রয়েছে। তিনি জানান, ২০১৭ সালের পর থেকে এ এন এম প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হয়নি।