‘সা রে গা মা পা’র মঞ্চে গোল্ডেন গিটার পেয়ে লেভেল-২ তে আগরতলার মেয়ে নীহারিকা

IMG_20201020_165034আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || রেকর্ডিং বুথে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে সবার মন কেড়ে নিল আগরতলার মেয়ে নীহারিকা নাথ। গত ১৮ই অক্টোবর আবাও জি বাংলার সাড়া জাগানো রিয়েলিটি অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ এর মঞ্চে গোল্ডেন গিটার পেয়ে লেভেল-২ এর মূলপর্বে পৌছে গেছে রাজ্যের মেয়ে নীহারিকা। এদিন সে মনোমুগ্ধকর পারফরমেন্স দিয়ে প্রথম ১৮ জনের মধ্যে স্থান করে নিয়েছে।
প্রসঙ্গত, অক্টোবরের প্রথম সপ্তাহে ‘সা রে গা মা পা’ এর গ্র‍্যান্ড অডিশনে গোল্ডেন গিটার নিয়ে টপ-২৫ এ স্থান করে নিয়েছিল রাজ্যের মেয়ে নীহারিকা নাথ। রাজ্য থেকে টপ-২৫ এ স্থান করে নেয় রাজ্যের আরেক সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি সাহা।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম জি বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়েছিল রাজ্যের মেয়ে নীহারিকা। দীর্ঘ ১১ বছর পর আবার একই মঞ্চে নীহারিকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*