আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২২ অক্টোবর ৷। সাত সকালে ফের যান দুর্ঘটনায় মৃত্যু এক, গুরুতর ভাবে আহত হয় আরেক বাইক আরোহী। ঘটনা বক্সনগর নয়নজলা আরবিক মাদ্রাসার সামনে। আলটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুই বাইক আরোহী হলেন শ্যামল নম: (৩১) ও অপরজন হলেন তার নিজের ভাই মাধব নম: (২৬)। তাদের দু’জনের বাড়ি মানিক্যনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার সময় বক্সনগর পেট্রোল পাম্প থেকে মানিক্যনগর বাড়ির উদ্দেশ্য দুই ভাই টি আর ০১ ডাব্লিউ ৮৩৩২ নম্বরের একটি সি বি আর বাইক চড়ে যাওয়ার সময় বক্সনগর নয়নজলা আরবিক মাদ্রাসার সামনে যেতেই উল্টো দিক থেকে অর্থাৎ বিশালগড় থেকে দ্রুত বেগে একটি আলটো গাড়ি এসে সজোরে বাইকটিকে সরাসরি ধাক্কা মারতেই বাইকে থাকা দুই বাইক আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। এই সংঘর্ষের বিকট শব্দ এলাকার লোকজন শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ও আহতদের বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে রেফার করেন। কলমচৌড়ায় থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত করেন। তবে দুই জনের মধ্যে গুরুতর ভাবে আহত হয় বড় ভাই শ্যামল নমঃ। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। পরবর্তী সময়ে কিছু সময়ের মধ্যে খবর আসে জিবি হাসপাতালে যাওয়ার আগেই শ্যামল নমের মৃত্যু হয়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগাতেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে গাড়ি চালক গাড়ি সহ পলাতক। তবে প্রত্যক্ষদর্শীরা গাড়ির অর্ধেক নাম্বার চিহ্নিত করতে পেরেছেন।