আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারী || ফের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনা রাজধানীর আগরতলার সেটেলঅমেন্ট অফিসে। সোমবার রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই সেটেলঅমেন্ট অফিস সহ অফিসের দরকারী নথিপত্র। ঘটনাস্থলে ৯টি দমকল ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।