ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে দালালের খপ্পরে পরে চরম ভোগান্তির শিকার গ্রাহকদের

IMG-20210105-WA0045সাগর দেব, তেলিয়ামুড়া, ০৫ জানুয়ারী || ছোট-বড় যান চালক সহ নতুন ড্রাইভিং লাইসেন্স করতে আসা গ্রাহকদের দালালের খপ্পরে পরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে একাংশ গ্রাহকদের অভিযোগ। অভিযোগ খোয়াই জেলার বিভিন্ন এলাকায় থেকে নতুন ড্রাইভিং লাইসেন্স করতে আসা গ্রাহকদের দালালচক্রের মাধ্যমে না গেলে কোন কিছু হচ্ছে না। দালাল চক্রের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে গ্রাহকদের। আরো অভিযোগ পরিবহন দপ্তর অফিসের মাধ্যমে লাইসেন্স করতে গিয়ে হিমশিম খেতে হয় ‌গ্রাহকদের। এই নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও দপ্তরের তরফ থেকে কোন প্রকাশ ভূমিকা গ্রহণ করেনি। সংবাদ সূত্রে আরো জানা যায়, দপ্তরের একাংশ কর্মীদেরও দালাল চক্রের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক থাকার কারণে ওই দালালচক্রের মারফতে লাইসেন্স পেতে হয়। এমনকি দালাল চক্রের মাধ্যমে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানানো হলে কোন উপকার টায়াল ছাড়াই হাতে হাতে লাইসেন্স পেয়ে যায়। এই বিষয়ে প্রশাসনের নজরদারি জরুরি বলে মনে করছে গ্রাহকেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*