অভাবের তাড়নায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা যুবকের

IMG-20210104-WA0042আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০৪ জানুয়ারী || অভাবের তাড়নায় বিষ পানে আত্মহত্যার চেষ্টা এক ব্যাক্তির। ঘটনায় বিবরণে জানা যায়, বক্সনগর ব্লক লাগোয়া কলসীমুড়া গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের বাসিন্দা গৌতম সরকার (৩৬) পিতা ভানুলাল সরকার, বছর তিনেক ধরে তার পরিবার চলছিল চরম আর্থিক আভাব আনটনে মধ‍্য দিয়ে। তার ফলে সংসারে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। একেইতো করোনার আর্থিক কড়াল গ্রাস থেকে মানুষ এখনো উঠে উঠতে পারছেনা, তার উপরে গোটা রাজ‍্যের জনগন ভুগছেন কর্মহীনতায়। তার থেকে বাদ পরেনি বছর ৩৬ এর যুবক। এই গৌতম সরকারও প্রতিনিয়ত দিন শ্রমিকের কাজ করে সংসার সামলাতেন। কিন্তু এখন গ্রামান্চল গুলিতেও কর্ম হীনতার কারনে সে আর্থিক এবং মানষিক ভাবে হতাশায় ভুগছিল বহুদিন ধরেই। আর তার বহিঃপ্রকাশ ঘটল সোমবার দুপুর বেলায়।জানাযায়, রবিবার রাতে গৌতম সরকারের স্ত্রীর সাথে তার প্রচন্ড ঝগড়া বাদে। এরপর তার বাড়ির লোক এবং স্ত্রী বিষয়টি এলাকার প্রধানের দৃষ্টিগোচরে আনলে গৌতম বাড়িতে গিয়ে সকলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পারেন এবং তার বাড়ির লোক তার উপর হামলে পরে। আর এতেই গৌতম অপমানবোধ করে এলাকার এক জঙ্গলে গিয়ে বিষ পান করে নিজের জীবন বিলিয়ে দেওের চেষ্টা করে। এরপর এলাকার কিছু লোক তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করে তার কাছে গিয়ে জানতে পারে যে সে বিষ পান করেছে। এরপর তাকে তড়িঘড়ি করে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করে অতি সত্তর হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। তবে খবর লেখা অব্দি সে এখন কিছুটা বিপদ মুক্ত রয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*