আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী || রাজ্যে এলো করোনা ভ্যাকসিন। বুধবার বিমানে রাজ্যে নিয়ে আনা হল করোনা ভ্যাকসিন। তবে প্রথমত করোনায় প্রথম সারির যোদ্ধাদের দেওয়া হবে এই ভ্যাকসিন। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, ১৩ই জানুয়ারী থেকে আপাতত জরুরি ভিত্তিতে গোটা দেশে এক সাথে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম দফায় গোটা দেশে ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ভারতে কোভিশিল্ডের উৎপাদক সিরাম ইনস্টিটিউট সংস্থার কাছে এই মুহূর্তে ৫ কোটি টিকার ডোজ মজুত করা আছে৷ ফেব্রুয়ারি মাসের মধ্যে ১০ কোটি ডোজ তৈরি হবে। প্রথম পর্যায়ে ৩০ কোটি ভারতবাসীকে দু’টি করে টিকার ডোজ দেওয়া, সঙ্গে ন্যূনতম ১০ শতাংশ অপচয় হিসেব করলে অবিলম্বে ভারত সরকারের ৬৬ কোটি ভ্যাকসিন ডোজ প্রয়োজন হবে৷