আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জানুয়ারী || তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বেশ ঘটা করে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম দিবস পালন করল মঙ্গলবার। এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৭ এর দশক থেকেই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করে আসছে। তাই এবছর করোনা পরিস্থিতির কারণে একটু ব্যতিক্রম চিত্র প্রত্যক্ষ করা যায়। অন্যান্য বছরের ন্যায় এ বছরও মঙ্গলবার ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে শুদ্ধচিত্তে স্বামী বিবেকানন্দের পূজা পাঠ করেন। এতে এই পুজো পাঠে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত দাস বলেন, অন্যান্য বছর ১২ই জানুয়ারি এই দিনটিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ট্যাবলো, বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত করত। কিন্তু এবছর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কোভিড-১৯ পরিস্থিতির কথা বিবেচনা করে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম দিবসটি ছোট পরিসরে অনুষ্ঠিত করে। তাই বর্ণাঢ্য র্যালি ও ট্যাবলো অনুষ্ঠিত হলো না এবছর।