সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ জানুয়ারী || অন্যান্য বছরের ন্যায় দু’দিনব্যাপী তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে পৌষ মেলার সমাপ্তি হয় শুক্রবার সকালে। আর এই মেলাকে কেন্দ্র করে জাতি ও উপজাতি উভয় অংশের পুণ্যার্থীরা মেলা প্রাঙ্গণে ছিল জনঢল। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জাতি উপজাতি অংশের পুণ্যার্থী সহ দোকানীরাও সাধু-সন্ন্যাসীর উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। পৌষ মেলা কমিটির পক্ষ থেকে দূরদূরান্ত থেকে আগত পূণ্যার্থীদের থাকার জন্য দলের ব্যবস্থা করা হয়। অনেকে মেলায় আসে কেনাকাটা করার জন্য আবার অনেকে আসে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ কিংবা পিন্ডদান করার জন্য। এই বছর করোনা প্রকল্পের কারণে সরকারি স্টল না বসানো হলেও বেসরকারি ভাবে স্টল ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। দূরদূরান্ত থেকে বিক্রেতারা রকমারি জিনিস বিক্রি করতে দেখা গিয়েছে।প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। খোয়াই জেলার সহ-সভাপতি হরি শংকর পাল ও মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা দূরদূরান্ত থেকে আগত পূণ্যার্থীদের স্টলে স্টলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।
কিন্তু দেখা যায়, পৌষ মেলায় তেলিয়ামুড়া পুলিশের সামনেই জুয়ার রমরমা ব্যবসা চলে। মেলাতে আশা একাংশ দর্শনার্থী থেকে বুদ্ধিজীবী মহলের অভিযোগ, পুলিশকে ম্যানেজ করে কমিটির হস্তক্ষেপে জুয়ার আসর বসেছে। আর তাতে একাংশ যুবক-যুবতীরা জুয়ার আসরের কারণে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরতে হয়েছে। অনেকের অভিযোগ, পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে জুয়ার আসর বসেছিল।