বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত ৬০ উদ্ধো এক ব্যক্তি

IMG_20210122_000018আপডেট প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জানুয়ারী || বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ৬০ উদ্ধো ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে কৃষ্ণপুরের বারোঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মধ্য কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বছর ৬০ এর হরেন্দ্র নমঃ এর ছেলে রঞ্জিত নমঃ জ্বালানি কাঠ সংগ্রহ করত বাড়ির থেকে কিছুটা দূরের জঙ্গল অর্থাৎ বারো ঘাটের গভীর জঙ্গলে যায়। আর তখনি ঘটে বিপত্তি। এই গভীর জঙ্গলে বন্য দাঁতাল হাতি রঞ্জিত নমঃকে শুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়। তখনই পাশে জ্বালানি কাঠ সংগ্রহ করা অন্যরা প্রত্যক্ষ করে রঞ্জিত মাটিতে পড়ে কাতরাচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। খবর যায় তার বাড়িতে। তার পরিবারের সদস্যরা এবং ঘটনাস্থলে উপস্থিত জনতা তাকে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে রঞ্জিতের অবস্থা আশঙ্কাজনক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*