বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জানুয়ারী || শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর মোটর ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিগত ২০ তারিখ থেকে শুরু হয়েছিলো সরকারিভাবে ধান ক্রয়ের কাজ। খাদ্য ও কৃষি দপ্তরের যৌথ উদ্দ্যোগে মহকুমার কৃষকদের উৎপাদিত ধান সরাকরি মূল্যে ক্রয় করা হয়েছে। বিগতদিনে বাইখোড়া সব্জী বাজারে ধান ক্রয় করা হয়েছে। বর্তমানে পুনরায় জোলাইবাড়ী মোটর ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ধানের ক্রয় করা হয়েছে। মঙ্গলবার ছিলো এই ধান ক্রয়ের সমাপ্তিদিন। দুই জায়গায় মিলে প্রায় তিন টনের কাছাকাছি ধান ক্রয় করা হয়েছে বলে জনা যায়। সমাপ্তি দিনে ধান ক্রয় সম্পর্কে বগাফা কৃষি আধিকারিক সুজিত কুমার দাস জানান, কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ১৮ টাকা ৬৮ পয়সা করে ক্রয় করা হয়েছে। সকল কৃষকরা রাজ্য সরকারকে এইধরনের উদ্দ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।