বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জানুয়ারী || পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে এডিসি এলাকায় অনিদৃষ্টকালের জন্য লংমার্চ র্যালি সংগঠিত করছে আই পি এফ টি সমর্থীত কর্মীরা। মঙ্গলবার কলসী এডিসি ভিলেজ হয়ে দেবদারু বাজারে এসে পৌঁছেছে এই র্যালি। বুধবার কোয়াইফাং থেকে পুনরায় এই র্যালি শুরু হবে বলে জানা যায়। এদিন এই র্যালেটি জোলাইবাড়ী ডিভিশানের দেবদারু এসে পৌঁছানোর পর সকলে বাজার সভায় মিলিত হয়। আই পি এফ টি কতৃক আয়োজিত এই র্যালি ও সভায় উপস্থিত ছিলেন ইয়ুথ আই পি এফ টি’র এডভাইজারি চেয়ারম্যান বলরাম দেবর্বমা, ডিভিশনাল প্রেসিডেন্ট আদি মোহন ত্রিপুরা, আই পি এফ টি’র এ জি এস জিতিরাম ত্রিপুরা, সি ই সি হিরন্ত ত্রিপুরা, ভাইস প্রেসিডেন্ট রাজু দেবর্বমা, সংস্থার সেক্রেটারী মানিক রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান এডভাইজারি চেয়ারম্যান বলরাম দেবর্বমা। আই পি এফ টি কতৃক আয়োজিত এই র্যালি ও সভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিলো লক্ষনীয়।