বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ফেব্রুয়ারী || মহান আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শান্তির বাজার ছাত্রবন্ধু সামাজিক সংস্থার উদ্দ্যোগে এক মেগা ডায়াবেটিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে এই স্বাস্থ্য শিবিরের কাজ শুরু হয়। শান্তির বাজার জেলা হাসপাতালের ডায়বেটিক স্পেশালিষ্ট ডাঃ শান্তুনু দাসের উপস্থিতিতে চলছে এই মেগা স্বাস্থ্যশিবির। এই শিবির সম্পর্কে ডাঃ শান্তুনু দাস জানান, ভারতবর্ষে যে পরিমানে মধুমেহ রোগের সৃষ্টি হচ্ছে এতে করে সমগ্র বিশ্বের মধ্যে ডায়াবেটিক রোগের জন্য ভারতবর্ষ প্রথমস্থান অর্জন করবে। তাই এই রোগের হাত থেকে সকলকে মুক্তি পেতে গেলে এখন থেকেই সকলকে স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে ও নিয়মিত ঔষধ খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এদিন ছাত্রবন্ধু সামাজিক সংস্থা কতৃক আয়োজিত এইধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য ডাঃ শান্তুনু দাস এই সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তার পাশাপাশি আজকের ছুটির দিনে যে সকল স্বাস্থ্যকর্মী এই কর্মসূচীতে অংশগ্রহন করেছে তাদেরকেও ধন্যবাদ জানন। ডাঃ দাস সকল ক্লাব ও সামাজিক সংস্থাকে এই ধরনের সামাজিক কর্মসূচী করার জন্য বিশেষ আহব্বান জানান। এই কর্মসূচী সম্পর্কে সংস্থার পক্ষ্য থেকে জানানো হয় যেসকল গরীব লোকজনেরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেননা তাদের সাহায্যের হাত বাড়ীয়ে দেওয়ার জন্য ছাত্রবন্ধু সামাজিক সংস্থা এইধরনের উদ্দ্যোগ নিয়েছে। মেগা স্বাস্থ্য শিবিরে আগত লোক জনদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। ছাত্রবন্ধু সামাজিক সংস্থা কতৃক আয়োজিত আজকের এই স্বাস্থ্য শিবিরে লোকজন ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করে।