ছাত্র-ছাত্রীদের পুষ্টিগত বিকাশের জন্য পুষ্টিগত দুধ বিতরণ

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারী || স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পুষ্টিগত বিকাশের জন্য বর্তমান শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন প্রকল্প অনুযায়ী পুষ্টিগত দুধ বিতরণ করা হয়। সোমবার তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত এলাকা তথা মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালযয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচী পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা সহ মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা। ত্রিপুরা রাজ্যের অন্যতম প্রত্যন্ত এলাকা বলতে মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকা গুলি। ঐ সকল এলাকা গুলিতে বসবাসকারী জনজাতীয অংশের মানুষেরা যেখানে খাদ্যের জন্য প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে সেই জায়গাতে বর্তমান সরকারের পদক্ষেপে উপকৃত হবে বলে একাংশের অভিমত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*