বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ ফেব্রুয়ারী || এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাইখোড়া ঐতিয্যবাহী মহামুনি বুদ্ধ মেলার শুভসূচনা করেন টি আই ডি সি’র চেয়ারম্যান টিঙ্কু রায়। অন্যান্য বছরেরন্যায় এই বছরও বাইখোড়ায় ঐতিয্যবাহী মহামুনি বুদ্ধ মেলার আয়োজন করে মেলাকমিটি। সোমবার সন্ধ্যা ৫ ঘটিকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মেলার শুভসূচনা করেন টি আই ডি সি’র চেয়ারম্যান টিঙ্কু রায়। উদ্ভোদকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্ষু সংঘের রাজ্যের জেনারেল সেক্রেটারি অক্ষয় নন্দ, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যাম অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের এগ্রি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী কেশব চৌঁধুরী, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্য অতিথিবৃন্দরা। বাইখোড়ার ঐতিয্যবাহী বুদ্ধমেলা এইবছর ৫৯তম বছরে পদার্পন করেছে। ৫ দিনব্যাপী চলবে এই মেলা। অনুষ্ঠানে মেলায় আগত অতিথীবৃন্দরা এইমেলার গুরুত্ব সম্পর্কে জনসন্মুখে কিছু তথ্য তুলেধরেন তারপাশাপাশি জনগনের দাবি অনুযায়ী মন্দিরের বিভিন্ন সমস্যার সমাধানের পতিশ্রুতি দেন বক্তারা। বাইখোড়া মহামুনি বুদ্ধমেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্নপ্রান্ত থেকে দোকানদার ও লোকজনের সমাগমে মেলার স্বার্থকরূপ ধারন করেছে।