আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১২ মার্চ || এক হৃদয় বিদায়ক ঘটনা ঘটে গেল সোনামুড়ায়। ঘটনার বিবরনে যানা যায়, সোনামুড়া থানাধীন সোনাপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায়র ইব্রাহিম খলিলুল্লাহ নামের ২২ বছরের এক যুবক ইমান হোসেন নামের আরেক যুবকের কাছে প্রায় ৭ লক্ষাধিক টাকা পেতো। শুক্রবার ইব্রাহিম টাকার জন্য সকাল বেলায় ইমানের বাড়িতে যায়। সেখানে তেদের মধ্যে লেনদেন সংক্রান্ত কথা কাটাকাটি হয় দুইজনের মধ্যে। একসময় ইমান হুসেন এতটাই হিংস্র হয়ে উঠে যে সে ইব্রাহিমের বুকে ছুরি চালিয়ে দেয়, আর এতেই ইব্রাহিম খলিলুল্লা মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনা স্থলে মৃত্যু হয় ইব্রাহিমের। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে এবং উত্তেজিত জনতা ইমানকে উত্তম-মধ্যম দিয়ে সোনামুড়া পুলিশের হাতে তুলে দেয়। জানা যায়, অভিযুক্ত ইমান হোসেনও হাসপাতালে চিকিৎসাধীন। একটি সূত্রে জানা যায়, নেশা কারবারের টাকার বাটোয়ারা নিয়ে এই ঘটনা। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।