আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মে || একধাপ এগিয়ে আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পের কাজ। শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যারাডাইস চৌমুনী এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনের চৌমূহনীতে উন্মুক্ত করা হল আলোকসজ্জা গুলো। জানা যায়, আগরতলার ৯টি চৌমুনীতে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এই নতুন আলোকসজ্জা গুলো বসানোর কাজ চলছে।