পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে প্রমিলা বাহিনী

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৪ মে || পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের প্রমিলা বাহিনী। ঘটনা মঙ্গলবার সকাল আনুমানিক প্রায় এগারোটা নাগাদ চাকমাঘাটের আসাম আগরতলা জাতীয় সড়কে।
ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা দীর্ঘ প্রায় ৬-৭ দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে। এলাকাবাসীদের একটিমাত্র জলের উৎস দীর্ঘ প্রায় ছয় থেকে সাত দিন যাবত বিকল হয়ে পরে রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান মেম্বার সহ অন্যান্যদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো মেরামত হয়নি পানীয় জলের একমাত্র উৎসটি। তাই এলাকাবাসীদের এখন ভরসা খোয়াই নদীর জল। তাই বারবার পঞ্চায়েত প্রধান, মেম্বার সহ অন্যান্যদের জানিয়েও কাজের কাজ না হওয়ায় শেষমেষ বাধ্য হয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ চাকমা ঘাট পুরানবাজার সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়ক পথ অবরোধ করে বসে। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয় পঞ্চায়েতের মেম্বার, প্রধান সহ অন্যান্যরা। পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েত মেম্বার, প্রধান সহ পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে প্রমিলা বাহিনী। প্রমিলা বাহিনীদের আশ্বস্ত করা হয় যতদিন পর্যন্ত পানীয় জলের একটিমাত্র উৎস মেরামত না করা হবে ততদিন পর্যন্ত গাড়ি দিয়ে ওই এলাকায় জল সরবরাহ করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*