আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মে || সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে মহান দার্শনিক, সর্বহারা শ্রেণীর মুক্তির পথপ্রদর্শক মহামতি কার্ল মার্কস’এর ২০৩’তম জন্মদিবসে তার প্রতি যথাযথ মর্যাদার সাথে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এই উপলক্ষে কার্ল মার্কস’এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃযুধিস্থির দাস, সিপিআই নেতা রোমেন্দ্র দত্ত গুপ্ত, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা তপন নন্দী, সুব্রত দেবনাথ, বিভাস ভট্টাচার্যী, পার্থ আচার্যী, রাকেশ দাস সহ অন্যান্যরা। তারপর বিভাগীয় দপ্তরে কার্ল মার্কসকে স্মরণ করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃযুধিস্থির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সিপিআই নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত।