বছরখানেক যাবৎ পানীয় জলের সমস্যায় জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের লোকজন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ মে || দীর্ঘ একবছর যাবৎ পানীয় জলের সমস্যায় ভূগছে দক্ষিন জোলাইবাড়ী গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দর পাড়ার লোকজনেরা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত দক্ষিন জোলাইবাড়ী গ্রামপঞ্চায়েতের শ্যামসুন্দর পাড়ায় প্রায় ৪৪ পরিবারের লোকজনের বসবাস। এই এলাকার লোকজনেরা প্রায় একবছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে। এলাকাবাসীরা রাস্তার পাশে গর্ত করে জলের পাইপ লাইন ফাঁটিয়ে কোনো প্রকার জল সংগ্রহ করছে এমনটাই লক্ষ্য করা গেলো। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ একবছর যাবৎ উনারা এই জল খেয়ে কোনো প্রকার দিন কাটাচ্ছেন। জলগুলি আয়রনে পরিপূর্ন বলে জানান এলাকাবাসী। উনারা জানান, গ্রামের নেতৃত্বরা এলাকাবাসীর দূর্দশা দেখে কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করেননি। তাই উনারা সংবাদমধ্যমের সামনে উনাদের কষ্টের কথা তুলে ধরেন। উনারা জানান, সঠিকভাবে পানীয় জলের ব্যাবস্থা করে দিলে এলাকাবাসীরা খুবই উপকৃত হতেন। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে DWS দপ্তর ও জনপ্রতিনিধিরা কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*