দুই নেশা কারবারিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ জুন || বাইখোড়া বাজারে দুই নেশা কারবারিকে আটক করলো বাইখোড়া থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার বাইখোড়া বাজারে টি আর ০৩ জে ৫৭০১ নাম্বারের একটি বাইকে করে দুই যুবক ঘোরাফেরার বিষয়ে সন্দেহ জাগে পুলিশের মনে। এরইমধ্যে বাইখোড়া বাজারে কর্মরত এক টি এস আর জোওয়ান সন্দেহ জনক দুই যুবককে আটক করে কিছুসংখ্যক নেশাসামগ্রী উদ্ধার করে। খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে থানায় কর্তব্যরত আরক্ষা দপ্তরের কর্মীরা দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, দুই যুবক হলো বাইখোড়ার বাসিন্দা জোটন শর্মা ও অপরজন উদয়পুরের বাসিন্দা প্রকাশ দাস।
শান্তিরবাজার মহকুমা জুরে প্রতিনিয়ত চলছে নেশাকারবারীদের রমরমা ব্যাবসা। নেশাকারবারিরা প্রতিনিয়ত মহকুমার বিভিন্নপ্রান্তে ঘুরে বেরাচ্ছে। এই নেশাকারবারীদের ফাঁদে পরে সর্বশান্ত হয়ে পরছে যুব সমাজ। লোক দেখানোর জন্য পুলিশ ছোট খাটো নেশাকারবারীদের আটক করলেও বড় বড় রাঘব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। এই ঘটনা ফের একবার প্রমানিত হলো নেশাকারবারীরা দিনের বেলায় প্রকাশ্যে ওদের কাজ চালিয়ে যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*