সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ জুলাই || বন্যা কবলিত এলাকা গুলি পরিদর্শনে যান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। বুধবারের টানা বৃষ্টিতে তেলিয়ামুড়া পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড সহ তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে কয়েকটি এলাকায় মানুষজন জলমগ্ন হয়ে পড়েছিল। বন্যা দুর্গতদের জন্য বেশ কয়েকটি রিলিফ ক্যাম্পও খোলা হয়েছে অস্থায়ী ভাবে। বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা গুলি এবং অস্থায়ী রিলিফ ক্যাম্প গুলি সরজমিনে পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী রায়।
পরে বিধায়িকা জানান, টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকা মানুষজনকে প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীরা দ্রুততার সাথে মানুষজনকে উদ্ধার করে রিলিফ ক্যাম্পে এনে রাখা হয়। অস্থায়ী রিলিফ ক্যাম্পে থাকা মানুষজনদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিলেন বিধায়িকা কল্যাণী রায়।
পরে তিনি এও বলেন, দূর্গতদের সরকারি সাহায্য সহায়তা দেওয়ার ব্যাপারে তিনি মহকুমা শাসকের সাথে আলোচনা করবেন।