সাগর দেব, তেলিয়ামুড়া, ০১ জুলাই || ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস। এই দিনে তেলিয়ামুড়া অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের সহযোগিতা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
সংস্থার পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসকদের মানপত্র, এন ৯৫ মাস্ক, সহ একটি করে চারা গাছ দিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা, সংস্থার সভাপতি সৌম্যদ্যুতি দেব, সংস্থার সম্পাদক চিরঞ্জীব দেব, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ এর রেঞ্জার সুপ্রিয় দেবনাথ প্রমুখ। বলা-বাহুল্য নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি ১১ বছর যাবৎ সামাজিক কর্মসূচি মানুষের সাথে সমাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবছর গরিব ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক দান, স্বাস্থ্য শিবির রক্তদান শিবির, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, সচেতনতামূলক সেমিনার, দুর্যোগে জনগণকে সহযোগিতা, বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান, মাক্স সাবান সেনিটাইজার খাদ্য সামগ্রী বিতরণ সহ প্রতিনিয়ত বিভিন্ন দিনগুলি উদযাপন করে আসছে। এরই অংশ হিসেবে চিকিৎসক দিবসে চিকিৎসকদের সম্বর্ধনা বলে জানান সংস্থার কর্মকর্তারা। তারা বলেন, চিকিৎসকরা যেভাবে নিজেদের জীবনকে বাজি রেখে জনগণকে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন এর জন্য তাদের প্রতি সম্মান জানাতে এই বিশেষ দিনে এই সংবর্ধনা।