বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ জুলাই || করোনা মহামারির মধ্যে গরীব অংশের লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্দ্যোগে গরীব লোকজনদের রেশন সামগ্রীর মধ্যে তেল, আলু, পেঁয়াজ, মশলা, সয়াবিন ও ডাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের দেওয়া এই সকল রেশন সামগ্রী গরীব অংশের লোকজন সঠিকভাবে পাচ্ছেন কিনা তা সরজমিনে দেখার জন্য বৃহস্পতিবার আগরতলা সেক্রেটারী থেকে ছুটে আসে তাপস রায়। তিনি শান্তির বাজার এসে প্রথমে কলসী এডিসি ভিলেজের সরকারী নায্য মূল্যের দোকান পরিদর্শনে যান। সেখান থেকে কলসী এডিসি ভিলেজের মধু মগ পাড়ায় লোকজনের বাড়িতে ছুঁটে যান। সেখানে গিয়ে লোকজনদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন সকলে মুখ্যমন্ত্রীর দেওয়া স্পেশাল রিলিফ প্যাকেজ সঠিক ভাবে পেয়েছেন কিনা। সেখান থেকে শান্তির বাজার বগাফা ব্লক সংলগ্ন সরকারী নায্য মূল্যের দোকান পরিদর্শন করে শান্তির বাজার পৌর পরষিদের মগ পাড়া এলাকায় গিয়ে লোকজনদের সঙ্গে কথাবর্তা বলেন। এই পরিদর্শনকালে তাপস রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহা, শান্তির বাজার তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক রক্ষিত দেবর্বমা, ফুড ইনেস্পক্টর সাস্বতী আচার্য্য সহ অন্যান্যরা।