গোপাল সিং, খোয়াই, ১১ আগষ্ট || Where is my job ? অর্থাৎ আমার কাজ কোথায়? এই জিজ্ঞাসাই মঙ্গলবার সম্মিলিত যুবকন্ঠে উচ্চারিত হলো খোয়াই মহকুমার চারটি স্থানে টি ওয়াই এফ-র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে। এদিন বাচাইবাড়ী, চাম্পাহাওর, হাতকাটা ও আমপুরা বাজারে আয়োজিত হয় এই বিক্ষোভ জমায়েত। রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচির অংগ হিসেবে এদিনের এই বিক্ষোভ জমায়েত সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া ফেলে। চারটি স্থানেই প্রকাশ্য বাজারের সাপ্তাহিক হাটে আয়োজিত কর্মসূচিতে যুবদের পাশাপাশি বিভিন্ন বয়সের ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষ অংশ নেন। হাতে হাতে সংগঠনের পতাকা আর দাবী সম্বলিত প্লেকার্ড পোস্টার নিয়ে যুবরা মূহূর্মূহূ শ্লোগানে গলা মেলান। চারটি স্থানের কর্মসূচিতে বক্তা ছিলেন টি ওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সুশান্ত দেববর্মা, বিভাগীয় সম্পাদক সুখময় দেববর্মা, বিভাগীয় সভাপতি বীরেশ দেববর্মা সহ যুবনেতা করিম দেববর্মা ও উমাশংকর দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে যুব নেতৃবৃন্দ বলেন, বেকার যুবদের কর্মসংস্থানের প্রশ্নটি আজ দেশের সবচেয়ে বড় সমস্যা। দেশের সরকারের ভ্রান্ত নীতির পরিণতিতেই আজ এই সমস্যা। রাজ্যেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে না। ডাবল ইঞ্জিনের নামে বেকারদের রুজি রোজগারের স্বপ্ন আজ ধুলিস্যাৎ বলে জানা তারা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার দাবীতে দুর্বার আন্দোলনের আহ্বান জানান নেতৃবৃন্দ।