আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুসুম স্কিমে সোলার পাম্পের শুভ সূচনা হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে চড়িলাম আর ডি ব্লকের অন্তর্গত বড়কোবাড়ি এডিসি ভিলেজে ফিতা কেটে সোলার পাম্পের শুভ সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। তাছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলাশাসক বিশ্বেশ্বরী বীর, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ আরো অন্যান্য আধিকারিকগণ। এই সোলার পাম্প উদ্বোধন হওয়ার ফলে জনজাতি এলাকায় উন্নয়নের ধারা আরো এগিয়ে যাবে মনে করেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।