আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ৩৮তম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। বুধবার সকালে পতাকা উত্তোলন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন চত্বরে। এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করা হয়।